নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে অভিলাষ ক্রিকেট ক্লাব। রবিবার সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে লীগের শেষ খেলায় অভিলাষ ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ।
বিকালে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বরুণ বিকাশ দেওয়ানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহেরাব হোসেন অপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সহ সভাপতি মামুনুর রশিদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সবুর।
সমাপনী খেলায় বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অভিলাষ ক্রিকেট ক্লাব। পরে অতিথিরা বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন।