নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগ উদ্বোধন হয়েছে। রাঙামাটি মারী স্টেডিয়ামে বুধবার সকালে ক্রিকেট লীগের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, খেলাধূলার মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। খেলাধূলায় পারে একটি সুস্থ জাতি গঠন করতে, যার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। যত বেশি খেলাধূলা হবে তত বেশি খেলোয়াড় তৈরি হবে। এতে নিজ জেলার নাম যেমন জাতীয় পর্যায়ে উজ্জ্বল হবে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও দেশের নাম উজ্জ্বল হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন অতিথিবৃন্দ।
রাঙামাটির পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকবাল হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রফিক স্মৃতি ও নবাগত রাঙামাটি মুক্তিযুদ্ধ ক্রীড়া চক্র মুখোমুখি হয়। প্রথমে ব্যাট কর রাঙামাটি মুক্তিযুদ্ধ ক্রীড়া চক্র সবকয়টি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে নয় উইকেট হারিয়ে শেষ উইকেটে জয় তুলে নিয়ে লীগের সূচনা করেন বর্তমান চ্যাম্পিয়ন রফিক স্মৃতি ক্লাব। ক্রিকেট লীগে ১২টি দল অংশ গ্রহণ করছে।