রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর পদত্যাগ দাবিতে পৌরসভার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। ‘সাধারন শিক্ষার্থী’দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচী থেকে আন্দোলনকারিরা মেয়রের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তাকে পদত্যাগ করার আহ্বান জানান।
এসময় শিক্ষার্থীদের সাথে বেশ কিছু বিভিন্নবয়সী নারীপুরুষকেও দেখা যায়। তারা শান্তিপূর্ণভাবে পৌরসভার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
অবস্থানকর্মসূচীতে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ,মোহাম্মদ শাকিল,আফিয়া তাসনীম প্রমুখ।
বিক্ষোভকারিরা মেয়রের বিরুদ্ধে, দুর্নীতি অনিয়মের বিভিন্ন অভিযোগ আনে এবং একইসাথে তাদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগও করেন।
বিক্ষোভের এক পর্যায়ে পৌরসভার সামনে সড়ক অবরোধ করে তারা। এসময় রাস্তার দুপাশে গাড়ী আটকে যায়। পরে একঘন্টার জন্য অবরোধ তুলে নিয়ে আবারও ১ঘন্টার মধ্যে মেয়র পদত্যাগ না করলে অবরোধ করার ঘোষণা দেয় তারা।
এর আগে গত বৃহস্পতিবার পৌরসভার সামনে সমাবেশ করে মেয়রকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানান তারা। রবিবার দুপুর ১২ টার মধ্যে মেয়র পদত্যাগ না করলে পৌরসভা ঘেরাও করার কর্মসূচী ঘোষণা করে । এরই অংশ হিসেবে আজ রবিবার দুপুর ১ টার পর থেকে অবস্থান নেয় তারা। বৃহস্পতিবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কর্মসূচী পালন করলেও রবিবার ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারেই কর্মসূচী পালন করেছেন আন্দোলনকারি এ শিক্ষার্থীরা। তারা বলছেন, মেয়র পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মসূচী পালন করে যাবেন।