নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তরুন আইনজীবি অ্যাডভোকেট মোঃ আব্দুল গাফফার মুন্না।
এছাড়া অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও অ্যাডভোকেট বিপ্লব চাকমা। সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবছার আলী,অর্থ সম্পাদক অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম মিঞা, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সুদীপ তঞ্চঙ্গ্যা। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রিমন সরকার, অ্যাডভোকেট মিলন চাকমা, অ্যাডভোকেট বিবরণ চাকমা, অ্যাডভোকেট মোঃ রাইসুল কবির এবং অ্যাডভোকেট মোঃ রাশেদ ইকবাল।
সমিতির ৮১ জন ভোটারের মধ্যে ৭৬ জন এদিন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে।
সভাপতি পদে বিজয়ী অ্যাডভোকেট রফিকুল ইসলাম পান ৬৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ শাহ আলম পান ১৩ ভোট। সহসভাপতি পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির পেয়েছেন ৫৯ ভোট,বিপ্লব চাকমা পেয়েছেন ৫৭ ভোট। এই নির্বাচিত না হওয়া আরেক প্রার্থী অ্যাডভোকেট পারভেজ তালুকদার পেয়েছেন ৩৪ ভোট।
সাধারন সম্পাদক পদে বিজয়ী অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না পেয়েছেন ২৫ ভোট। পরাজিত বাকি তিন প্রার্থী অ্যাডভোকেট হ্লা থোয়াই মার্মা পেয়েছেন ১৫ ভোট, অ্যাডভোকেট রাজীব চাকমা ২৩ ভোট এবং অ্যাডভোকেট মাকসুদা হক পেয়েছেন ১২ ভোট।
পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট শফি আলম মিয়া পেয়েছেন ৪২ ভোট,তার প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট শ্রীজ্ঞানী চাকমা পেয়েছেন ৩৩ ভোট।
অর্থ সম্পাদক পদে বিজয়ী অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু পেয়েছেন ৫০ ভোট,তার প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট শহীদুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী অ্যাডভোকেট সুদীপ তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৪৭ ভোট,প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট গফুর বাদশা পেয়েছেন ২৮ ভোট।
সদস্য পদে বিজয়ী অ্যাডভোকেট রিমন সরকার ৬৮ ভোট, অ্যাডভোকেট মিলন চাকমা ৬৮ ভোট, অ্যাডভোকেট বিবরণ চাকমা ৬৭ ভোট, অ্যাডভোকেট মোঃ রাইসুল কবির ৬০ ভোট এবং অ্যাডভোকেট মোঃ রাশেদ ইকবাল পেয়েছেন ৬০ ভোট।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিহির বরন চাকমা, কমিশনার অ্যাডভোকেট পারভীন আকতার ও কমিশনার অ্যাডভোকেট নয়ন চাকমা।