নিজস্ব প্রতিবেদক
কোন ঝঞ্জাট ছাড়াই দৃশ্যত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে রাঙামাটি জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী-পদযাত্রা। সরকার পতনের এক দফা দাবিতে সংগঠনটির এই কর্মসূচী পার্বত্য শহর রাঙামাটিতে শুরু হয় বিকাল সোয়া তিনটার পরে।
রাঙামাটি জেলা বিএনপির কাঠালতলিস্থ কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রাটি ধীরে ধীয়ে হেঁটে যায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের নিকটকবর্তী নিউমার্কেট চত্বরে। পদযাত্রা হলেও বাস্তবে বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে আলাদা আলাদা মিছিল নিয়েই অংশ নেন এই কর্মসূচীতে। মিছিলগুলো থেকে সরকারিবোরধী নানান শ্লোগান দিয়ে তারা ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।
পদযাত্রায় দেখা গেছে বিএনপির রাঙামাটি থেকে মনোনীত দুই কেন্দ্রীয় নেতা, সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান ও সাবেক সেনা কর্মকর্তা লে: কর্ণেল (অব) মণীষ দেওয়ানকে,ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানও। ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার,সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা,উপজেলা ও পৌর কমিটির নেতারা। ছিলেন অঙ্গ ও সহযোগি সংগঠন জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,মহিলাদল,তাঁতী দল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল,জাসাস,ওলামা দলসহ সব সংগঠনের নেতাকর্মীরাও। এই পদযাত্রায় কাউখালী ও নানিয়ারচর উপজেলা থেকেও নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে। ছিলো অন্যান্য আরো উপজেলার কমবেশি নেতাকর্মীরা।
পদযাত্রায় অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পৃথক পৃথক মিছিলেও ছিলো প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ।বিশেষত ছাত্রদলের সভাপতি ও সম্পাদক অনুসারিদের পৃথকভাবে নিজেদের শোডাউনের প্রয়াস ছিলো বেশ দৃষ্টিকটূ। সভাপতি সাব্বির ও সাধারন সম্পাদক সুমনের অনুসারিরা নিজ নিজ নেতার প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।অন্যান্য সহযোগি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ মিছিলের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের এই প্রদর্শনবাদিতায় বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে বিএনপি ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতাদের।
পদযাত্রায় পৌর বিএনপির নেতৃত্ব দেন সভাপতি শফিউল আযম ও সাধারন সম্পাদক মাহবুবুল বাসেত অপু,যুবদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর নুরুনবী ও সাধারন সম্পাদক আবু সাদাত সায়েম, স্বেচ্ছাসেবকদলের নেতৃত্ব দেন সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, কৃষকদলের নেতৃত্ব দেন অলক বড়ুয়া,জাসাসের নেতৃত্ব দেন কামাল হোসেন,মহিলা দলের নেতৃত্ব দেন পারুল আক্তার ও সালেহা বেগম।
পদযাত্রা শেষে রাঙামাটি নিউ মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপ-মন্ত্রী মনি স্বপন দেওয়ান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সভাপতি দীপন তালুকদার দীপু। তবে বক্তব্য দিতে দেখা যায়নি বিএনপির কেন্দ্রীয় নেতা লে. কর্ণেল (অব) মণীষ দেওয়ানকে।
সমাবেশে সাবেক পার্বত্য উপ-মন্ত্রী মনি স্বপন দেওয়ান বলেন, আওয়ামী লীগ সরকতররর দিন শেষের হয়ে এসছে। আমাদের এই জনস্রোত প্রমান করে বিজয় আমাদের হবেই। দাবি আমাদের একটাই, এই সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন। আর যদি আগের মত নির্বাচন করার কোন ইচ্ছা আপনাদের থেকে থাকে, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, সে আশা পুরণ হবেনা। এই দেশে যদি কোন জাতীয় নির্বাচন হয় তবে সে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই।
রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই গনতন্ত্র রক্ষায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এই সরকারকে বাধ্য করা হবে। যতদিন সরকার পদত্যাগ করবে না ততদিন রাজপথে আন্দোলন করবে বিএনপি।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার জানিয়েছেন,পদযাত্রা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। পদযাত্রা সফল করায় তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান। পদযাত্রায় প্রায় হাজার পাঁচেক নেতাকর্মী অংশ নিয়েছেন বলে দাবি করেন তিনি।