নিজস্ব প্রতিবেদক
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচী পালন করে রাঙামাটি জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ , জেলা বিএনপির সদস্য সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানসহ জেলা ও নগর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকার বিএনপি জনজোয়ার দেখে ভীত হয়ে আদালতকে প্রভাবিত করে এই রায় দিয়েছেন। এই রায় বাংলার জনগণ মানেনা। তারা আরও বলেন, এসব রায় দিয়ে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবেনা। জনগণ জানে এই সরকারের হাতে দেশ ও গনতন্ত্র কোনটাই নিরাপদ নয়।
বক্তারা আরো বলেন, এদেশে নির্বাচন হলে তা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে, অথবা জাতিসংঘের মাধ্যমে নির্বাচন হতে হবে। দেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কোন ভুল সিদ্ধান্ত নিবেনা। তারা বিএনপিকেই নির্বাচিত করবে।
সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের পৌরসভা চত্তর ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।