বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডারের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার সামগ্রি প্রদান করা হয়েছে। এই সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টরও তুলে দেয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রি স্কুলের প্রধান শিক্ষিকার হাতে তুলে দেন। মঙ্গলবার সকালে স্কুল হলরুমে অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু হানিফ উপস্থিত ছিলেন। স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা সালমা আকতার উপস্থিত থেকে এসব সামগ্রি গ্রহণ করেন। এর আগে বিজিবি ২২ব্যাটালিয়নের পক্ষ থেকে স্কুলকে দুটি স্ট্যান্ড ফ্যান প্রদান করা হয়।
মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার সামগ্রি প্রদান শেষে অসহায় এক পরিবারের চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন কমান্ডার কর্নেল মোঃ আশরাফুল ইসলাম।
পরে স্কুলের নব নির্মিত তিনতলা ভবন পরিদর্শন করেন অতিথিবৃন্দ।