অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সংস্কার : যুগোপযোগী পরিকল্পনা ও জনসম্পৃক্ততা বিষয়ে রাঙামাটির বেতার কেন্দ্রের আয়োজনে স্থানীয় সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত হলো সুধী সমাবেশ। বৃহস্পতিবার সকালে রাঙামাটি বেতার কেন্দ্রে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার মহাপরিচালক মো. ছালাহ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উপ-পরিচালক মনিরুল ইসলাম কবির।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা সদর দপ্তর এর সংগীত পরিচালক মোঃ ফখরুল আলম, উপপরিচালক মোঃ মাহাফুজুল হক, কৃষি বিভাগের রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল, রাঙামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু সালেহ, সহকারি পরিচালক (অনুষ্ঠান) মোঃ জাকারিয়া সিদ্দিকী, সহকারি পরিচালক মোঃ সায়েফ আল হাসিব, রাঙামাটি সহকারি বার্তা নিয়ন্ত্রক মাহামুব উদ্দীন, রাঙামাটি সরকারি কলেজ এর অধ্যক্ষ জাহেদা সুলতানা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ছাত্র প্রতিনিধি মিনহাজ মুর্শিদ প্রমুখ। এছাড়া সুধী সমাবেশে রাঙামাটির পার্বত্য জেলার বিভিন্ন গুণীজন, কবি -সাহিত্যিক, বিভিন্ন ধর্মীয় প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন।
এদিকে সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি ও সুধীজনদের মধ্যে রাঙামাটি বেতারের উন্নয়নে বিভিন্ন আলোচনা ও মতবিনিময় করা হয়।