সম্প্রতি রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সদস্যদের মধ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় পাবলিক হেলথ এলাকায় ক্ষতিগ্রস্থদের মধ্যে এ কম্বল বিতরন করেন রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং পৌরমেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।
এ সময় অন্যান্যর মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী বখতিয়ার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন, জেবুন্নেছা রহিম, রেজাউল করিম রেজা, নুরুল আবছার ও ইউনিট কর্মকর্তা নাসরিন আক্তারসহ আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন অনুষ্ঠানে সাংসদ উষাতন তালুকদার বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় যেভাবে দুস্থ ও ক্ষতিগ্রস্থদের জন্য এগিয়ে আসছে সেভাবে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোন কাজ সম্পাদন করলে এর সফলতা বেশি পাওয়া যায়।