রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় হ্রদের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দুই কিশোরের একজন এডিসন সাহা (১৫) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং অন্যজন অর্ণব চৌধুরী শহরের শাহ্ উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্র। এই ঘটনায় গুরুতর অবস্থায় তাদের আরেক বন্ধু শিবম দাশকে চট্টগ্রামে পাঠানো হয়েছে,সেও শাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে স্বজনরা।
তিন কিশোরই শহরের তবলছড়ি এলাকার আর্ট কাউন্সিল কলোনী ও মাস্টার কলোনী এলাকার বাসিন্দা।
তিন কিশোরকে উদ্ধার করা স’মিল শ্রমিক আব্দুল কুদ্দুছ জানালেন, আমি স’মিলে কাজ করছিলাম,হঠাৎ লোকজেনর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে শুনি কারা যেনো ডুবে গেছে। সাথে সাথেই পানিতে নামি আমি, এসময় আরো কয়েকজনও নামে। আমি এরপর একেরপর এক তাদের তিনজনকে তুলে আনার পর উপস্থিত লোকজন তাদের হাসপাতালে পাঠায়।
রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তিশা চাকমা জানিয়েছেন, তাদের হাসপাতালে আনার পরই পরীক্ষা করে দুইজনকে মৃত পাওয়া যায়। অন্যজনকে দ্রুত জরুরী চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। পানিতে ডুবে শ্বাসকষ্টজনিত কারণেই সম্ভবত দুজন মারা গেছে।’
নিহত এডিসন সাহার পিতা অমিত সাহা বলেন, আমার একমাত্র সন্তান অমিত। বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে চিরতরে হারিয়ে গেলো। আমি এখন কি নিয়ে থাকব !
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, বিষয়টি আমি শুনেছি। এখনো বিস্তারিত জানতে পারিনি। এই ধরণের ঘটনায় সাধারনত অপমৃত্যু মামলা হয়ে থাকে।’
রাঙামাটি শহরের তবলছড়িতে হ্রদে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি সদর
1 Min Read
Previous Articleখাগড়াছড়িতে কোটাবিরোধীদের অবস্থান, যান চলাচল বন্ধ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.