শুভ্র মিশু
রাঙামাটি শহরের রিজার্ভবাজারের হোটেল হিল এড্রেস থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। একই সময় তক্ষক বিক্রির সাথে জড়িত থাকায় একই হোটেল থেকে আরো একজনকে আটক করে পুলিশ।
শুক্রবার দুপুরে কোতয়ালি থানা পুলিশের এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাছির উদ্দিন (৩৭), শফিক মিয়া(২৪), জামাল হোসেন রাকিব( ১৯) তারা সকলে লংগদুরের বাসীন্দা। অন্য দুইজন হলেন, রুমা(৩৪), নোয়াখালী, নাজমা বেগম(৪০), হাটহাজারী।
অপরদিকে ১টি তক্ষকসহ মামুন মিয়া (৩০) সাং লংগদু কে একই হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, ৫জনকে রিজার্ভ বাজার হোটেল হিল এড্রেস থেকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় কোর্টে পাঠানো হয়েছে। এছাড়া একই হোটেল থেকে একজনকে ১টি তক্ষক সহ গ্রেফতার করা হয়েছে।