শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একদফা দাবির প্রতিহতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য জেলা রাঙামাডিটতেও বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নিবে আওয়ামীলীগ।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, ‘রাংগামাটি জেলা আওয়ামী লীগের বিশেষ কর্মসূচি আগামীকাল ৪/৮/ ২০২৪’ রবিবার সকাল থেকে অবস্থান ১ ও ২ দোয়েল চত্বর,, ৩,,৪,,৫,, তবলছড়ি,, ৭,,৮ বনরুপা ৬,,৯ নং কলেজ / বেডবেডি আওয়ামী লীগ,, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে ওয়ার্ডে থাকার জন্য অনুরোধ করা হইল।’
কর্মসূচী বাস্তবায়নে শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভাও করেছে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা।
এদিকে রাঙামাটিতে কোটা আন্দোলনের শুরুতে রাঙামাটি মেডিকেল কলেজ,কৃষি গবেষনা ইন্সটিটিউট,সুইডিশ ও রাঙামাটি কলেজের শিক্ষার্থীরা কর্মসূচী পালন করলেও বেশ কদিন পর শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রহত্যার বিচার দাবি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রবিবার থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার ঘোষণা রয়েছে।