রাঙামাটিসহ সারাদেশে শীতের তীব্রতা একটু কমে আসলেও গত কয়েকদিন শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিলো। মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা শীতবস্ত্র ক্রয় করে শীত নিবারন করতে পারলেও শীতে কাবু হয়ে পড়েছিলো নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষেরা। জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠন তাদের শীত নিবারণে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তেমনি করে রোববার রাতে শীতে কাবু ছিন্নমূল ও গরিব জনসাধারণকে শীতের কাপড় বিতরণ করে শীত নিবারণের চেষ্টা করলো রাঙামাটি শহরের সামাজিক সংগঠন নির্ঝর সংঘের সদস্যরা। সংগঠনের কিশোর-কিশোরীদের উদ্যোগে সমাজের বিভিন্নজন থেকে শীতের পোশাক সংগ্রহ করে কোনো ঘোষণা ছাড়াই রিজার্ভ বাজার শহীদ শুক্কুর স্টেডিয়ামের পাশে ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এসময় শতাধিক লোকের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরনকালে সংগঠনের দপ্তর সম্পাদক বিজয় কর ও মিশু মল্লি¬ক বলেন, আমরা সবাই পড়ালেখায় ব্যস্ত। কিন্তু আমরাই যদি এসব দরিদ্রদের পাশে না দাঁড়াই, তবে কে দাঁড়াবে? সংগঠনের সকল কিশোররা মিলিত হয়ে আমরা শীতবস্ত্র সংগ্রহ করে গরীবদের মাঝে বিলিয়ে দিয়েছি। এর কোনো আগাম পরিকল্পনা ছিলো না। তবে ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে আরো বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবো। তাঁরা ছিন্নমূল ও গরীবদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাঙামাটি শহরে শীতার্তদের পাশে নির্ঝর সংঘ
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleদুর্গম রামেরীপাড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
Next Article রাঙামাটিতে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.