ঝুলন দত্ত
রাঙামাটি শহরের লোকালয় থেকে দুইদিনের মাথায় আবারো বার্মিজ প্রজাতির আরেকটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার রাতে শহরের রায় বাহাদুর সড়ক থেকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগরটিকে বুধবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। সাপটির ওজন নয় কেজি এবং এটির দৈর্ঘ্য ১১ ফুট। অবমুক্তকালে উপস্থিত ছিলেন কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী এবং বন বিভাগের কর্মীরা। এর আগে গত রোববার শহরের টিটিসি রোড এলাকা থেকে আট ফুট দীর্ঘ ও সাত কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করে বনবিভাগ।
কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, গতকাল রাতে রাঙামাটি শহরের রায় বাহাদুর সড়কের দোকানদার নোবেলের দোকানে সাপটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দিলে জনগণের সহায়তায় বনবিভাগের বিশেষ টহল টিম অজগরটি উদ্ধার করেন। পরবর্তীতে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে এনে অবমুক্ত করা হয়।
তিনি এসময় বলেন, বন্য প্রাণীকে লোকালয়ে দেখলে কেউ আতঙ্কিত না হয়ে বনবিভাগকে খবর দিলে তারা এসে বন্যপ্রাণীকে উদ্ধার করবে। বন্যপ্রাণীকে আক্রমণ কিংবা মেরে না ফেলার আহ্বান জানান তিনি।