শুভ্র মিশু ॥
রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ইভেন্টে নারী-পুরুষ শিক্ষার্থীদের পৃথক পৃথক খেলা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে বৃহস্পতিবার। শেষ দিনেও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এবারের ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু ছৈয়দ চৌধুরী। এতে বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ মনোয়ার কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা।
এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৫টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে ২২০০ মিটার রিলে দৌঁড়, দীর্ঘ লাফ, ছোট লাফ, যেমন খুশি তেমন সাজো, চেয়ার খেলা ইত্যাদি। বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মধ্যে সাঙ্গ হবে এই আয়োজনের।