রাঙামাটির সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনডিপির তথ্য মতে রাঙামাটি জেনারেল হাসপাতালকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মতামত প্রদান করেছে। ভূমিকম্পে যেকোনো সময় হাসপাতালের ভবনটি ভেঙ্গে পড়তে পারে বলে মন্তব্য করেছে ইউএনডিপি। এ অবস্থায় পুনরায় ভবনটি পরীক্ষা করে মতামত সংগ্রহপূর্বক চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ এবং সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তিনি জানান, বর্তমানে রাঙামাটি জেলার অধিকাংশ ডাক্তারের পদ শূন্য আছে। বিশেষ করে নানিয়ারচর, জুরাছড়ি এবং রাজস্থলীতে কোনও ডাক্তার নাই। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডাক্তারের শূন্যপদ পূরণের জন্য পত্র লেখা হয়েছে। তিনি আরও বলেন, নানিয়ারচর ও বিলাইছড়ি উপজেলার মেডিকেল অফিসারদের কোয়ার্টারগুলি বসবাসের অযোগ্য হয়েছে পড়েছে। বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সিভিল সার্জন এ কথা জানান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, শামীম রশিদ, অভিলাষ তঞ্চঙ্গ্যাসহ পরিষদের কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিষদের সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা ফারুয়া উপজেলায় ম্যালেরিয়া প্রাদুর্ভাবের বিষয়ে সিভিল সার্জনের মতামত জানতে চাইলে সিভিল সার্জন সভাকে জানান বর্ষা মৌসুমে বিলাইছড়ি উপজেলার ফারুয়া এবং বাঘাইছড়ি উপজেলার সাজেকে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে তারা তথ্য পেয়েছেন এবং এব্যাপারে সিভিল সার্জন অফিস যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে সভাকে নিশ্চিত করেন।
শিক্ষা কমিটির আহ্বায়ক এবং পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জেলার জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রণয়নের আহ্বান জানান এবং সরকারিভাবে পাকা দালান নির্মিত হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পরিষদের পক্ষ থেকে টিনশেড দিয়ে স্কুলগুলি নির্মাণের জন্য পরিষদের দৃষ্টি আকর্ষণ করলে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এতে সম্মতি প্রদান করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান সভাকে জানান, গত ২৬মে ২০১৪ মাধ্যমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের চুক্তিপত্রটি জেলার প্রতিটি সরকারি বে-সরকারি বিদ্যালয়ে প্রেরণ করা গেলে সকল শিক্ষকগণ অবহিত হবে বলে মন্তব্য রাখেন। তিনি জানান, ইতিমধ্যে তিনি জেলার প্রতিটি মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সংগ্রহের কাজ শুরু করেছেন। তিনি আরও জানান, আজ থেকে মাধ্যমিক শিক্ষকদের বিভিন্ন কারিকুলামের ওপর প্রশিক্ষণ কার্যক্রম চলছে। তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগীয় কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিকভাবে সমন্বয় রাখার জন্য একজন ফোকাল অফিসার নিয়োগের প্রস্তাব রাখেন।
সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জেলার উন্নয়নে নিয়োজিত সংস্থাগুলোকে উন্নয়ন কাজে আরও জোরদার ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, প্রত্যেক জেলার উন্নয়নের ওপরেই দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভর করছে। আর জেলাগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমেই দেশের রাষ্ট্রীয় কাঠামোকে আরো জোরদার করা সম্ভব। তিনি জেলা ও দেশের উন্নয়নে সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
রাঙামাটি হাসপাতাল ভবন ভূমিকম্পে ধ্বসে পড়ার শঙ্কা !
পার্বত্য উন্নয়ন
3 Mins Read
Previous Articleমানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি ও আলোচনা সভা
Next Article রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.