ইয়াছিন রানা সোহেল
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিম।
রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেষ শীল, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ড: ইমরুল হাসান, রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুল আবছার, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

সভায় হাত ধোয়া সহ পরিবেশ সুরক্ষা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে জনসচেতনতামুলক প্রেজেন্টেশন পরিবেশন করা হয়। আলোচনা সভার আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।