নিজস্ব প্রতিবেদক
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে পবিত্র শুভ মধু পূর্ণিমা। বুধবার সকালে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজ বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হতে থাকে।
বৌদ্ধ বিহারে সংঘ দান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিস্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দানসহ নানা দানকার্য সম্পাদন করা হয়। এসময় রাজ বনবিহারের আবাসিক অক্ষধ্য প্রজ্ঞালংকর মহাথের বিশ্ব সুখ শান্তি কামনায় প্রার্থনা করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহু বছর আগে এ পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এ তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন।
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হলো এ মধু পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।