নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির রাজস্থলিতে আমদানি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী থানাধীন সদরস্থ রাজস্থলী বাজারে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে আমদানি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিনজন অভিযুক্তকে আটক করা হয়। এরা হলেন- জয়ন্ত তঞ্চঙ্গ্যা, পিতা-দুলাল তঞ্চঙ্গ্যা, অমর বাবু চাকমা, পিতা-লগ্ন চাকমা, লক্ষ্মীজয় তঞ্চঙ্গ্যা, পিতা-সুধীর তঞ্চঙ্গ্যা, তাদের তিনজনেরই বাড়ি বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া এলাকার বাসিন্দা।
রাজস্থলি থানার ইনচার্জ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।