হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ॥
রাঙামাটির রাজস্থলীতে পাহাড়ের খাদে খাদে এবং ঢালুতে আনারস চাষ করে স্বচ্ছলতা এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এখানের স্থানীয় নিম্নআয়ের চাষীরা। অপেক্ষাকৃত স্বল্প মূলধন এবং স্বল্প খরচ দিয়ে পাহাড়ের টিলা, পাহাড়ের ঢালুতে এবং পাহাড়ের পাদদেশে বিভিন্ন প্রজাতির আনারস চাষ করে আর্থিকভাবে সচ্ছলতার মুখ দেখছেন তারা।
কয়েকজন আনারস চাষির সাথে কথা বলে জানা যায়, আনারসের সাইজ বড় হলে প্রতিপিস ৫০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত দাম পাওয়া যায়। প্রতি জোড়া হিসাব করে বিক্রয় করলে ১২০ টাকা, ১০০ টাকা এবং ৮০ টাকা পর্যন্ত দাম পাওয়া যায়। মাঝে মাঝে আনারসের অবস্থা বুঝে আরো বেশি বা কম দামেও বিক্রয় করতে হয় বলে জানান তারা। কেউ নিজস্ব পাহাড় আবার কেউ বিভিন্ন মেয়াদে অন্যের কাছ থেকে লিজ নিয়ে এই আনারস চাষ করে থাকেন।
এসব আনারস দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা স্থানীয় চাষিদের কাছ থেকে সংগ্রহ করে তা চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। যার ফলে পাহাড়ের নিম্ন আয়ের মানুষরা কর্মসংস্থানের সাথে সাথে পাহাড়ের অর্থনীতিতে একটি বড় ভুমিকা রাখতে পারছে।
রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস জানান, এই অর্থবছরে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়ন মিলে আনারস আবাদের মোট পরিমাণ প্রায় ২৯ হেক্টর। যেখানে মূলত হানিকুইন, এমডি ২ ও স্থানীয় জাতের আনারসের চাষ করছেন স্থানীয় কৃষকেরা। আমরা সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছি এবং পরামর্শ দিচ্ছি।