হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ॥
রাঙামাটির রাজস্থলীতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজের চাষ শুরু করলেন শিক্ষিত যুবক থুইচিংমং মারমা। রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতংপাড়া নামক এলাকার হ্নারা খালের তীরবর্তী প্রায় ১ একর জায়গাজুড়ে তিনি এই তরমুজের চাষ করেন। রাজস্থলী উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে নিজ উদ্যোগে প্রথমবারের মতো তরমুজ চাষ শুরু করেছেন তিনি।
আইএ পাশ যুবক থুইচিংমং মারমা জানান, আমাদের রাজস্থলী উপজেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে তরমুজ এনে অনেক বেশি দামে বিক্রয় করা হয়। যার ফলে আমাদের এলাকার অধিকাংশ গরীব মানুষের নাগালের বাইরে থাকে তরমুজ। এই বিষয়টি উপলব্ধি করে আমি রাজস্থলী কৃষি অধিদপ্তরের পরামর্শে হ্নারা খালের তীরবর্তী প্রায় ১ একর জায়গা লিজ নিয়ে তরমুজ চাষের এই উদ্যোগ গ্রহণ করি। এই তরমুজ চাষে এই পর্যন্ত আমি প্রায় ১ লক্ষ টাকার বিনিয়োগ করেছি। আমার প্রতিটি তরমুজের চারা বেশ ভালোভাবে বড় হয়েছে এবং ফুল ধরেছে। এছাড়াও ইতোমধ্যে মাঝে মাঝে তরমুজ বড় হয়েছে। পরিস্থিতি ভালো হলে এখান থেকে প্রায় ১০ লক্ষ টাকারও অধিক তরমুজ বিক্রয় করা যাবে বলে আশা করছি। আমার এলাকার মানুষের চাহিদা পূরণ করেও দেশের বিভিন্ন জেলায় আমার তরমুজের যোগান দিতে পারবো বলে আশা করছি।
এই বিষয়ে রাজস্থলী কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস জানান, উপজেলার তাইতংপাড়া এলাকার শিক্ষিত যুবক থুইচিংমং মারমা আমাদের পরামর্শে প্রায় এক একর জায়গাজুড়ে এই উপজেলায় প্রথমবারের মতো তরমুজ চাষ করার উদ্যোগ নিয়েছেন। প্রথমবারের মতো উদ্যোগ নেওয়ায় আমরা তার দিকে বিশেষ নজর রাখছি। তরমুজ চাষের বিষয়ে আমরা সবসময় তাকে পরামর্শ দিয়ে আসছি। আশা করি তিনি আশানুরূপ তরমুজ পাবেন। থুইচিংমং মারমাকে দেখে এখানের স্থানীয় চাষিরাও তরমুজ চাষে উৎসাহিত হবেন।