নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ের দুই সশস্ত্র গোষ্ঠির মধ্যে অন্তত ৭/৮ শত রাউন্ড গুলি বিনিময়ের খবর জানা গেছে। শনিবার সকালে রাজস্থলী উপজেলার গাইন্ধ্যা-বাঙ্গালহালিয়া এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।
তিনি বলছেন, এখানকার খুবই নিয়মিত একটি ঘটনার চিত্র এটি। আমরা যতটুকু জেনেছি,পাহাড়ের দুই আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ( জেএসএস) এবং মগপার্টির মধ্যে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃংখলাবাহিনী পৌঁছানোর আগেই তারা সটকে পড়ে। সেখানে আহত বা নিহত হওয়ার কোন আলামত বা গুলির খোসা পাওয়ার তথ্য এখনো আমাদের কাছে নেই।’
ওসি জানান,পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র কর্মীরা আধিপত্য বিস্তারের লড়াইয়ের কারণে প্রায়শই এমন ঘটনায় লিপ্ত হয়।
চন্দ্রঘোণা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলছেন, জেএসএস এবং মগপার্টির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জেনেছি আমরা।
স্থানীয়রা বলছেন, একসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজস্থলী উপজেলায় সাম্প্রতিক বছলগুলোতে বান্দরবানভিত্তিক মগ লিবারেশন আর্মি বা মগপার্টির তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। ফলে জেএসএস এর সাথে তাদের সশস্ত্র সংঘাতও হচ্ছে প্রায়ই। তবে এইসব ঘটনার বড় অংশই লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে।
এই গুলিবিনিময়ের ঘটনা সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কিংবা মগপার্টির কাউকেই পাওয়া যায়নি,তাদের ভাষ্য জানতে। জনসংহতির একাধিক নেতাকে ফোন করলেও তাদের সংযোগ মেলেনি।
তবে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, ঘটনাটি জানার পর আইনশৃংখলা বাহিনী সেখানে গেছে। তারা ফিরে এসে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়ার পর আমরা বিস্তারিত জানতে পারব। আপাতত সেখানে এমন একটি ঘটনার তথ্য আমারও নানাভাবে জেনেছি।’