পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ মার্চ) রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমা। রাজস্থলী উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ তপন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, রাজস্থলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রইসং মারমা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কান্তি দত্ত’র সঞ্চালনায় উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কান্তি দে। প্রদর্শনীভূক্ত কৃষকদের মধ্য হতে বক্তব্য প্রদান করেন থুইহলা প্রু মারমা, ফনীন্দ্র চন্দ্র বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক রমনী কান্তি চাকমা বলেন, বর্তমানে কৃষি উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। আধুনিক জাত, উন্নত প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা তথা পরিচর্যার দ্বারা ফসল উৎপাদনের কোন বিকল্প নাই। জনসংখ্যা বৃদ্ধি এবং আবাদি জমির পরিমাণ প্রতিদিন কমে যাচ্ছে বলে আমাদের ফসল তথা খাদ্য উৎপাদনে আরো বেশি মনোযোগ দিতে হবে। পার্বত্যাঞ্চলে মাঠ ফসলের জমির পরিমাণ কম বিধায় পাহাড়ে মিশ্র ফল, মসলা চাষ সম্প্রসারণের ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন বাগান স্থাপন করার পাশাপাশি তার যতœ ও বিভিন্ন পরিচর্যাও গ্রহণ করতে হবে। তা না হলে আমরা কাক্সিক্ষত ফলন পাবো না। তাছাড়া ধান ফসলে বিভিন্ন প্রযুক্তি যেমন সঠিক বয়সে চারা রোপণ, সারিতে রোপণ, পার্চিং (জীবন্ত ও মৃত), সুষম সার ব্যবহার, সেচ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য প্রদান করেন। ধানের জমিতে জীবন্ত পার্চিং প্রদান করার জন্য উপস্থিত কৃষকদের ধৈইঞ্চা চারা বিতরণ করা হয়। (সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)