ঝুলন দত্ত, কাপ্তাই
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১১ এপ্রিল ঈদের দিন ঈদের নামাজ আদায় করে বন্ধুদের নিয়ে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে উপজেলার খাগড়াছড়ি পাড়া নামক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নিহত যুবক মো, শহিদুল ইসলাম( প্রকাশ বাচা( ২৭) গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শহিদুল ইসলাম রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মৃত জেবল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় রাজস্থলীর এক যুবক নিহত হয়েছে। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে দাফন করার অনুমতি দেওয়া হয়ছে।তাকে আজ সকাল ১১ টায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সে তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ।