হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত সর্বজনীন পেনশন স্কিম ” মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজস্থলীতেও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের গণমিলনায়তনে এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলার ইউএনও সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, হেডম্যান, কারবারী, সংবাদকর্মী, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ, ইউনিয়ন পরিষদের উদ্যাক্তাগণ এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে কয়েকটি তথ্য চিত্র উপস্থাপন করেন এবং সকলের নিকট থেকে প্রশ্ন-উত্তর সম্পন্ন করেন।
এসময় আরো উপন্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্ল্যা, থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করার জন্য সকলকেই উদ্বুদ্ধ করেন যাতে সরকারের এই উদ্যোগ সফলতা লাভ করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত অনেকেই সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।