হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজস্থলী উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী রাজস্থলী আর্মি ক্যাম্পের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে প্রচন্ড বৃষ্টিতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদারসহ সেনাবাহিনীর একটা টিম।