হাবিবুল্লাহ মিজবাহ, রাজস্থলী ॥
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপের চলমান ঘরের কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে নবনির্মিত শফিপুর পোড়াভিটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বীর নিবাস হস্তান্তর করেন জেলা প্রশাসক। পরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের নবনির্মিত ঘরসমুহ পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
জেলা প্রশাসক পরিদর্শনকালে উপকারভোগীদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ভূমিহীনদের বাসস্থান নির্মানসহ মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় স্বাস্থ্য ক্লিনিক নির্মান করে দিচ্ছেন। নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর কাজ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ।
এছাড়াও তিনি রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্মিত ঘরের কার্যক্রমও পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।