হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ॥
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা গণমিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
জনি তালুকদারের সঞ্চালনায় এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিরোধী দলগুলো উঠেপড়ে লেগেছে। দেশে বড় বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন হোক সেটি তারা চায় না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই রাজস্থলীবাসীর দাবিতে রাজস্থলী উপজেলায় দুইটি কলেজ জাতীয়করণ করা হয়েছে।
সকালে সম্মেলন উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন। রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা। এতে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান।
সম্মেলনের পরবর্তী অধিবেশনে আহ্বায়ক কমিটি তিন ইউনিয়নের কমিটির সম্মতিক্রমে উপজেলা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার, সাধারণ সম্পাদক জনি তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বিকাশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জয়ধন কর্মকার।