মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার কৃষকদের মাটি পরীক্ষা করে সার সুপারিশ প্রদান করার জন্য জাতীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। সে অনুযায়ী চলতি রবি/২০১৪ মৌসুমের মাটির নমুনা পরীক্ষা করার জন্য ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘তিতাস’ আগামী ৬-৯ নভেম্বর রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এবং ১০-১২ নভেম্বর খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলায় অবস্থান করবে। এ প্রসঙ্গে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাঙামাটির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, উক্ত দুটি উপজেলার মাটি পরীক্ষা করতে আগ্রহী কৃষক/কৃষাণীদেরকে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও)’র সাথে অথবা উপজেলা কৃষি অফিসে (শুধু রাজস্থলী ও মাটিরাঙা উপজেলা) যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, কর্মসূচি চলাকালীন সময়ে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে প্রতি উপজেলায় কমপক্ষে ৫০ (পঞ্চাশ) টি করে সংমিশ্রিত মৃত্তিকা নমুনা পরীক্ষা করা হবে। সংমিশ্রিত মৃত্তিকা নমুনা সংগ্রহ করার পদ্ধতি জানার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও)’র অথবা উপজেলা কৃষি অফিসে অথবা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র রাঙামাটির দপ্তরে যোগাযোগ করতে পারেন বলেও তিনি জানান। এর মাধ্যমে অত্র দুই উপজেলার কৃষক/কৃষাণীরা মাটির স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের জমিতে সার ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাটির উর্বরতা রক্ষা করতে পারবেন বলে আশা করা যায়।
রাজস্থলী ও মাটিরাঙায় মাটির নমুনা পরীক্ষার সুযোগ
পার্বত্য উন্নয়ন
1 Min Read
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.