হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলা সদরের অদূরে স্থাপিত রাজস্থলী সরকারি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) কলেজের মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যাপক জয়শ্রী চক্রবর্তীর সঞ্চালনায় এবং রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব উপানন্দ দাশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক অনুতোষ চক্রবর্তী, অধ্যাপক দেবোত্তম খীসা, পরীক্ষার্থী মিনা বড়ুয়া এবং ১ম বর্ষের শিক্ষার্থী তমা দে। এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক জ্যোতিময় তঞ্চঙ্গ্যা, অধ্যাপক সুনন্দা মজুমদার, অধ্যাপক অনীক বিশ্বাস, অধ্যাপক ফারজানা শরীফ।
শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক উপদেশ প্রদান করেন এবং ভালোভাবে পড়ালেখা করে সফলতা অর্জন করার জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার উপহার সামগ্রী বিতরণ করা হয়।