হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা সদরের বৃহত্তম বাজারের নালা তৈরিতে ধীরগতি হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং পথচারীরা।
দীর্ঘদিন ধরে রাজস্থলী বাজারের পানি নিষ্কাশনের জন্য বরাদ্দকৃত নালাটির সংস্কার কার্যক্রম চলমান থাকায় এর ভিতরের কাদামাটি এবং আবর্জনাগুলো চলাচলের রাস্তায় রাখা হয়েছে। যার কারণে হালকা বৃষ্টি পড়লেই পুরো চলাচলের রাস্তায় কাদামাটি ছড়িয়ে পড়ে এবং চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। এছাড়াও রাজস্থলী বাজারে হাটের দিনে দূর-দুরান্ত থেকে আসা বিভিন্ন খুচরা ব্যবসায়ীরা তাদের দ্রব্যসামগ্রী বিক্রয় করার সুযোগ পাচ্ছে না।
এই বিষয়ে ঠিকাদার মো. হান্নান মিস্ত্রিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা দ্রুত কাজটা শেষ করার জন্য চেষ্টা করছি। কিন্তু বেশ কিছুদিন ধরে পর পর বৃষ্টি হওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না। এর ফলে বাজারের মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে আমরা দ্রুত কাজটা শেষ করার চেষ্টা করব।
উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া জানান, এই বিষয়টি আমাদেরকে অনেকে অভিযোগ করেছেন। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি ঠিক না থাকায় অর্থাৎ বৃষ্টির কারণে ঠিকাদার কাজ করতে পারছে না বলে জানিয়েছে আমাদেরকে। আশা করি বৃষ্টি কমলে কাজটা দ্রুত শেষ হয়ে যাবে।