লামা প্রতিনিধি ॥
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ফকির আহমদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফকির আহমদ পাগলির ঝিরির বাসিন্দা মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই পাড়ার বাসিন্দা মো. ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। প্রতিদিনের মত শুক্রবার দিনগত রাতেও ৩জন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায় তারা। এসময় অসাবধানতায় আচমকা উপর থেকে মাটি ছুটে ফকির আহমদ ও আরমান উদ্দিনের উপর পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিলে কাছাকাছি পদুয়াস স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে তারা মাটি চাপা পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।