রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে রাতে পাহাড় কাটার সময় এক্সকাভেটর ধসে পড়ে চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রাত ১১টায় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের (৩০) বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কবিরহাট নামক স্থানে। খোঁজ নিয়ে জানা গেছে ইউপি সদস্য আব্দুল লতিফের নির্দেশনায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতে পাহাড় কেটে আসছিল। ইতিপূর্বে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে উপজেলা প্রশাসন এক্সকাভেটর ও বালু জব্দ করেছিল তার।
রামগড় থানার উপ-পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া বলেন, ওসি (তদন্ত) ফখরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে রামগড় থানায় আনা হয়েছে। এক্সকাভেরটি জব্দ করা হয়েছে।
ইতিপূর্বে রামগড়ের সম্প্রুপাড়ায় মিজানুর রহমান নামের এক ব্যক্তি পাহাড় কাটার সময় নিহত হয়েছিল। পাহাড় কাটা প্রসঙ্গে রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ বলেন, রাতে দুর্গম এলাকায় অভিযান চালানো কষ্টকর। লোকবলের অভাবে অনেকসময় আইনী পদক্ষেপ নেওয়া যায় না।