‘জীবনের জন্য বৃক্ষ’ এই প্রতিপাদ্য নিয়ে সমাজ সেবা ও উন্নয়ন কার্যক্রমের আওতায় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটি রোটারেক্ট ক্লাবের উদ্যোগে; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষের চারা সৃজন করা হয়।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। বৃক্ষ রোপণ কর্মসূচির পৃষ্ঠপোষক রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক শাওন ফরিদ এবং সমাজ সেবা উন্নয়ন সম্পাদক লোকমান হাকিম হীরা।
বৃক্ষ রোপণ কর্মসূচির পূর্বে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও বিশেষ অতিথি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমার সাথে মত বিনিময়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং তাঁদের হাতে সংগঠনের স্মারক ও গবেষণা গ্রন্থ তুলে দেন শাওন ফরিদ ।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উদ্যোক্তা সংগঠন রাঙামাটি রোটারেক্ট ক্লাবের সভাপতি রোঃ নাজমা আকতার, আইপিপি রোঃ আলী হোসেন রোঃ তানভীর, রোঃ ঈমাম হোসেন তুহিন উপস্থিত ছিলেন।(বিজ্ঞপ্তি)