রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এ আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল উপলক্ষে ‘ডিবেট ফর সায়েন্স’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চুয়েট ডিবেটিং সোসাইটি অংশগ্রহণ করে। এতে গৌরবের সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রানারআপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
বিজয়ী দলের সদস্যরা হলেন- ইমরান হোসাইন ফাহিম, রেজওয়ানুল হক রাফি ও সাব্বির হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো তাদের বাগ্মিতা, বিশ্লেষণধর্মী কথার মাধ্যমে দক্ষতা প্রদর্শন করে। এতে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়। অভিজ্ঞ বিচারক এবং বিতার্কিক সমন্বিত বিচারক প্যানেল নিরপেক্ষতা এবং মানসম্মত বিচারকার্য পরিচালনা করেছেন।
প্রতিযোগীরা নিজেদের যুক্তি প্রদর্শনে নতুন নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে দর্শকমনে দাগ কাটেন। তাদের উদ্ভাবনী চিন্তা এবং যুক্তিভিত্তিক আলোচনা অনুষ্ঠানটিকে আরও জাঁকজমকপূর্ণ করে।
আয়োজকরা জানান, রাবিপ্রবি ক্যাম্পাসে এরকম বিতর্কের আয়োজন এটাই প্রথম তবে শিক্ষার্থীদের যুক্তিকুশলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে রাবিপ্রবির শিক্ষক, কর্মকতা, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
( সংবাদ বিজ্ঞপ্তি)