ডেস্ক রিপোর্ট ॥
তথ্যের অবাধ প্রবাহে ইন্টানেটের গুরুত্ব। “ইন্টারনেটে তথ্য পেলে জনমনে শান্তি মেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়। দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তত্বাবধানে তথ্য অধিকার দিবসে তথ্য অধিকার নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাস ও শ্রেণী কক্ষে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জনাব জুয়েল সিকদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীগণ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বিশ্ববিদ্যালয়ের সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানা এবং এর যথাযথ তথ্য আদান প্রদানের আহবান জানান। তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরীকরণে তথ্য অধিকার আইনের ভূমিকা অনেক।