নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্থানীয়দের অগ্রাধিকারের ভিত্তিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও প্রভোস্ট নিয়োগসহ তিন দফা দাবি জানিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে এক স্মারকলিপির মাধ্যমে তিন দফা দাবি পেশ করেন বিশ^বিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনডিজিনিউস স্টুডেন্টস ফ্যামিলির সভাপতি হৃদয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিনুযায়ী পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতীয় অধ্যুষিত এলাকা হিসেবে স্বীকৃত। স্মরণাতীত কাল থেকে এ অঞ্চলে বসবাসকারী পাহাড়িদের শাসনতান্ত্রিক ইতিহাস, ভাষা ও সংস্কৃতি, সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনধারা বাঙালি জনগোষ্ঠী থেকে স্বতন্ত্র। স্বীকৃত উপজাতীয় অধ্যুষিত বিশেষ অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণকল্পে তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্বলিত বিশেষ শাসনব্যবস্থা বিদ্যমান রয়েছে। চুক্তি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে সকল সরকারি, আধা সরকারি, পরিষদীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির কর্মচারী পদে উপজাতীয়দের অগ্রাধিকারের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের নিয়োগ করা হবে। তাই পার্বত্য চট্টগ্রামের বিশেষ শাসন ব্যবস্থা, স্বাতন্ত্র্যতা ও জাতিবৈচিত্যতার প্রেক্ষাপট বিবেচনায় এনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, ট্রেজারার ও অন্যান্য কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে চুক্তির ধারা ও উপধারা অনুসরণ বাস্তবসম্মত ও যুক্তিসিদ্ধ।
তারই আলোকে বর্তমানে বিশ^বিদ্যালয়ে ভিসিসহ সকল শূন্য পদে স্থানীয়দের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগসহ, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় আদিবাসী শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার পাশ মার্ক শিথিল করার দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে অর্ধ শতাধিক আদিবাসী শিক্ষার্থী অংশ নেন।