সাইফুল হাসান
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপি হ্রদ পাহাড়ের অপরূপ সৌন্দর্যে ঘেরা বার্গি লেক ভ্যালিতে কর্মব্যস্ততার মাঝে অবকাশের জন্য কর্মচারীদের এই বনভোজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি বনভোজনে কর্মচারীরা সপরিবারে হ্রদ পাহাড়ের সৌন্দর্য উপভোগসহ পরিবার নিয়ে কিছুটা সময় উপভোগ করেন। সাথে ছিলো বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
বনভোজনে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আক্তার, প্রো ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউনুছ। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আক্তার বলেন, বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তি নির্ভর গড়ে তুলে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। সে ধারাবাহিকতায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ও দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে এবং আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর কন্যা সফল হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি কর্মচারীদের উদ্দেশে বলেন, একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি অন্যতম অংশীদার হচ্ছে কর্মচারীরা। আপনারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন এবং নিজের পরিবার ও সন্তানদের যতœবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।