রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজমেন্ট বিজনেজ সোসাইটির (বিএমএস) আয়োজনে “Workshop on Higher Study In Abroad” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন।
কী-নোট স্পীকার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নেইংম্রাচিং চৌধুরী ননী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে বিদেশে উচ্চা শিক্ষায় স্কলরাশীপ নিয়ে পড়াশুনার অভিজ্ঞতা শেয়ার করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা, প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, ট্যুরিজম এন্ড হসপিতালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) খোকনেশ্বর ত্রিপুরা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা এবং প্রভাষক সৌরভ দত্ত ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ম্যানেজমেন্ট বিজনেজ সোসাইটির সদস্যগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ( বিজ্ঞপ্তি)