নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক পরিষদের এক সভা শেষে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ভিসি ও তার স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রুহুল আমিন রাবিপ্রবি পরিচালনায় সীমাহীন দুর্নীতি, কমিটিতে নিজেদের পছন্দের লোক রাখা, ভিসির স্বামীর মতামত শিক্ষকদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, পক্ষপাতিত্ব আচরণ, হয়রানিসহ আরও নানান অভিযোগ আনা হয়।
রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাবিপ্রবি ভিসি এবং প্রকল্প পরিচালকের পদ থেকে পদত্যাগের দাবি জানানো হয়। পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষকরা।