বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৭ম কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের শুরুতে রাজশাহী বিশ^বিদ্যালয়ে সাবেক ছাত্র ও ইউপিডিএফ’র অন্যতম সদস্য শহীদ অনিমেষ চাকমাসহ পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কাউন্সিলের ১ম অধিবেশনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক সমু চাকমা’র সভাপতিত্বে এবং সদস্য শামীন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা, সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক রোনাল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য আগর চাকমা।
কাউন্সিলের অধিবেশনে উপস্থিত সকলে সর্বসম্মতিতে সমু চাকমাকে সভাপতি ও শামীন ত্রিপুরাকে করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। পিসিপি রাবি শাখার নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা। শেষে সভাপতি অঙ্কন চাকমা নতুন কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।(বিজ্ঞপ্তি)