শ্যামল রুদ্র, রামগড়
খাগড়াছড়ির রামগড়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের নতুন আরও ৬৫টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রামগড় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ দাস জানান, প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনার বাস্তবায়নে রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আরও ৬৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। রামগড় উপজেলাতে সর্বমোট ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। আজ হস্তান্তরিত ৬৫টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭টি, ১নম্বর রামগড় ইউনিয়নে ২৩টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৫টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ দাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, প্রকল্প সচিব (পিআইও) নজরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম সহ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।