নিজস্ব প্রতিবেদক, রামগড় ॥
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার সোনাইপুল সদুকার্বারিপাড়ায় কাতার প্রবাসীর বাড়ি ও একটি কেজি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পৃথক এ ঘটনায় চোরচক্র নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাতার প্রবাসী রাজু মিয়ার বাড়িতে চোরের দল হানা দেয়। পাশের বাড়ি থেকে মই এনে সীমানা প্রাচীর টপকে তারা ঘরে প্রবেশ করে। পরে যন্ত্রপাতির সহায়তায় মূল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
চুরির সময় ঘরে ছিলেন প্রবাসীর পিতা-মাতা, স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রী। রাজু মিয়ার স্ত্রী জানান, গভীর রাতে ঘুম ভেঙে গিয়ে তিনি তিনজন অচেনা ব্যক্তিকে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতে দেখেন। চিৎকার দিলে তারা দ্রুত পালিয়ে যায়।
বাড়ির মালিক অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার করিমুল হক বলেন, আমার তিন ছেলে বিদেশে। ঘরে শুধু স্ত্রী, পুত্রবধূ ও আমি থাকি। এমন ঘটনার পর পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। দ্রুত পুলিশি ব্যবস্থা দরকার।
অন্যদিকে, একই রাতে শহরের শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে যায়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, দুটি চুরির ঘটনাই পুলিশ জেনেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের নজরদারি বৃদ্ধির দাবি জানিযয়েছেন তারা।