রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছে। এসময় ঝড়বৃষ্টিতে দোকান, বসতঘরসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি ও দু’টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।
রবিবার ভোর ৫টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। এতে রামগড় বাজার, দারোগাপাড়া, মহামুনি,জগন্নাথ পাড়া,গর্জনতলী গ্রামের ব্যাপক ক্ষতি হয়। ১৫-২০ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুত পিলার ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। এতে এসব এলাকায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিতরণ।
বজ্রপাতে নিহত ব্যক্তির নাম গন্জ মারমা (৫০) । নিহত গন্জ হাজাপাড়া এলকার বাসিন্দা কংজং মারমার ছেলে।
হাজাছড়া পাড়া কার্বারী চাইলাপ্রু মারমা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাধা গরু গোয়ালঘরে আনতে গিয়ে গরুসহ তার মৃত্যু হয়েছে।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাস বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।