নিজস্ব প্রতিবেদক, রামগড়
খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফেনী নদী বেষ্টিত নির্মাঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।
মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোনের দায়িত্বপূর্ণ লাচারীপাড়া এলাকায় অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন রামগড় বিজিবি জোন কমান্ডার লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম।
বিতরণকালে জোন কমান্ডার বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন মান উন্নয়ন এবং দূর্যোগপূর্ণ পরিস্থিতে রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।