নিজস্ব প্রতিবেদক, রামগড় ॥
রামগড়ে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা, পূজা, কীর্তন, ধর্মীয় সংগীতানুষ্ঠানসহ নানান আনুষ্ঠানিকতায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
বুধবার সকালে রামগড় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ীর মন্দির হতে সনাতনী ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে মঙ্গল শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে বের হয়ে পৌর শহরের মাষ্টার পাড়ার অদৈতধাম আশ্রম-গর্জনতলির লোকনাথ মন্দির-সুকেন্দ্রাই পাড়ার রামকৃষ্ণ মিশন-আবাসিক এলাকার শিতলা মন্দির ঘুরে আবার কালি মন্দিরে এসে শেষ হয়।
এ সময় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রামেশ্বর শীল, নারায়ণ মজুমদার, পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, কালীবাড়ি পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাশ, ওয়াল্টন শো রুমের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তাপস বিশ্বাস, ব্যাবসায়ী সাধন দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত শর্মা, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন, সাবেক কাউন্সিলর বিষ্ণু দত্তসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।
কালীবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শুভাশীষ দাশ জানান, মঙ্গল শোভাযাত্রা ছাড়াও গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত দশটায় শ্রীকৃষ্ণের পূজার অর্চনা ও বৃহস্পতিবার বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের অনুষ্ঠান রয়েছে।