শ্যামল রুদ্র, রামগড়
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রামগড় উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগ ১৫, আগস্টে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নত খাবার পরিবেশন, প্রামাণ্য চিত্র প্রদশর্নী, শোকর্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন।
সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ শোক র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে টাউনহলে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।
এদিকে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম এবং পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল।
একই সময় রামগড় পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।