শ্যামল রুদ্র, রামগড় ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খাগড়াছড়ি জেলার আওতাধীন রামগড় উপজেলা ও পৌর শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন- মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভ্ূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. শাফায়েত উল্যাহ।
পৌর বিএনপির কমিটিতে আবারো সভাপতি হয়েছেন- মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. করিম উল্যাহ ও সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর জেলা বিএনপির সাথে রামগড় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ ও দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার অনিয়ম প্রমাণিত হওয়ায় ও জনগণ এবং ব্যবসায়ীদের হয়রানির সুস্পষ্ট অভিযোগ থাকায় সভায় সমর্থন মূলে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।