শ্যামল রুদ্র, রামগড় ।।
খাগড়াছড়ির রামগড় লাগোয়া ভূজপুর থানাধীন ১ নম্বর বাগান বাজার ইউপির রামগড় চা বাগানে পাতা উত্তলনের সময় বজ্রপাতে ৬ চা শ্রমিক আহত হয়েছে। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা দেড়টার সময় বাগানের ৩১নম্বর গেইটে হঠাৎ বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা চা শ্রমিকরা হলেন- রুমা (৩৫) স্বামী কুমদ, অর্চনা (৩৮) স্বামী সুভাস, অঞ্জলী রানী (৩৫) স্বামী খোকন, সিপন (৩৫) পিতা বিষ্ণু, লতামনি (৩০) স্বামী সহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রীতা নামের (৩৫) এক নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগর জানান, শ্রমিকরা বাগানের চা পাতা উত্তোলনে ব্যস্ত ছিলেন আকস্মিক বজ্রপাতে আহত হলে তাদের উদ্ধার করে শ্রমিকরা হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় বাগানের কর্মরত শ্রমিকদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকসানা ইয়াছমিন বলেন, ‘দুপুরে বৃষ্টির পূর্বে বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে আহত হয়ে পাশের রামগড় চা বাগানের ৬জন নারী পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’
বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক।