নিজস্ব প্রতিবেদক, রামগড়
খাগড়াছড়ির রামগড় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে ভারতীয় দুই নাগরিককে। ৪৩ বর্ডার বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। আটক দুইজন সম্পর্কে মা ও ছেলে। আটকরা হলো-পুষ্প রাণী দাস (৬০), স্বামী রণজিত দাস, ৮নং কালীনগর দাসের দড়, পোঃ কালীনগর, থানা- হারউড পয়েন্ট কোটাল, জেলা- দক্ষিণ চব্বিশ পরগণা এবং তার ছেলে দিপংকর দাস (৩১)।
সোমবার সকাল ১১টায় রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাঁশিবাড়ী বিওপির নায়েক সুবেদার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ছোটখেদা এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশকালে তাদের আটক করে রামগড় থানায় হস্তান্তর করেন।
বিজিবি ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, তারা গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগণা হতে ট্রেন ও বাসযোগে সাবরুম আসে। সোমবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পুষ্প রাণী তার ছেলেকে নিয়ে চট্টগ্রামের কোতয়ালীতে বসবাসকারী ছোট ভাই বিনোদ দাসের বাড়িতে আসার উদ্দেশে সীমান্ত অতিক্রম করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, অভিযোগের ভিত্তিতে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। মামলা পরবর্তী খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।